মৌতলা ইউনিয়নের নাম করনঃ
প্রতাপাদিত্য রাজ্য লাভের পর ঈশ্বরীপুরের পার্শ্বে "ধুমঘাট" নামক স্থানে নতুন রাজধানীর গোড়াপত্তন করেন। বিহঃশত্রুর আক্রমণ থেকে রাজধানী রক্ষার্থে যমুনা ও ইছামতি নদীর পূর্বপাড় থেকে ক্রমশঃ পূর্বদিকে খোলপেটুয়া নদীর তীর পর্যন্ত সুদীর্ঘ উচ্চ মাটির গড় ও নদীর পূর্বপাড়ে বুরুজখানা নির্মাণ করেন। তিনি কয়েকটি দূর্গ নির্মাণ করেন। যেমনঃ শালিকা দূর্গ, আড়াইবেকী দূর্গ, মাতলা দূর্গ, রায়গড়, জগদ্দল হায়দার গড়, সাগর দ্বীপ, গড় কমলপুর, ধুমঘাট দূর্গ তাদের মধ্যে অন্যতম। কথিত আছে মাতলা দূর্গের নামানুসারে মৌতলা গ্রামের নামকরণ হয়েছে। এই দূর্গের অধ্যক্ষ ছিলেন দাউদ খার সেন্যধ্যক্ষ বাবুই মানক্লি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS